আজ ২৬.০৯.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ ভবণের ১১ তলায় অবস্থিত নামাজ ঘরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী” উদযাপন উপলক্ষে বাদ জোহর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মুফতী আব্দুল হালিম, খতিব, মালিবাগ জামেয়া শারইয়্যাহ জামে মসজিদ, শিক্ষক, জামেয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা ও ইসলামী আলোচক, বিটিভি। কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় প্রধানগণ ছাড়াও উক্ত আলোচনা এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ।